মৈত্রীময় আহব্বান

 
সুপ্রিয় পেইজবুক বন্ধুরা এবং দানশীল ব্যক্তিত্ব গন আপনাদের সানুনয় দৃষ্টি আর্কষণ করছি।
বিহার আমাদের ঐতিহ্য, কৃষ্টি,সভ্যতার নির্দশন।বিহার আমাদের অহংকার ও গর্ব। বিহার নির্মানে দান যাবৎজীবন দান।
চট্টগ্রাম জেলার অর্ন্তগত রাঙ্গুনীয়...া উপজেলার পৌর এলাকায় সৈয়দবাড়ী গ্রামে ১৯৯২ইংরেজীতে সৈয়দবাড়ী ধর্ম প্রর্বতন বিহার নাম করণে একটি বিহার প্রতিষ্ঠাপিত করা হয়।প্রতিষ্ঠা লগ্নে বিহারটি সেমি পাকা টিনের ছাউনি দিয়ে নির্মিত হয়।বিহারটির দায়ক সংখ্যা ৩০ পরিবার। তৎমধ্যে ১০ পরিবার মধ্যবিত্ত আর ২০ পরিবার কাজ করে কোন রকমে দিনাতিপাত করে।ক্রমে ক্রমে বাংলাদেশের প্রায় প্রতিটি বিহার পাকা সুরম্য বিহারে রূপ ধারন করছে কিন্তু দায়ক গন আর্থিক ভাবে দুর্বল হওয়ায় উক্ত বিহারটি তেমন অগ্রসর হতে পারেনি। তবে সুখের বিষয় হল এই ২০০২ সালে দায়ককেরা সকলে সম্মিলিত হয়ে প্রায় ৪০,০০০০০/=(চল্লিশ লক্ষ টাকা) বাজেট নির্নয়ে বিহারটি গম্বজ সহকারে দ্বিতল ভবন নির্মানের উদ্যোগ গ্রহন করে।এখন পর্যন্ত প্রায় ১৪,০০০০০(চৌদ্দ লক্ষ ) টাকা ব্যয়ে আমরা এক তলার ছাদ ঢালাই করতে পেরেছি। এতে উক্ত বিহারের দায়ক এবং কিছু দানশীল ব্যক্তিত্বের দান অনষ্বিকার্য।কিন্তু বর্তমানে আর অগ্রসর হতে না পেরে দায়ক গন অত্যন্ত হতাশা গ্রস্থ।তাই সকল দানশীল ব্যক্তিত্ব গনের দানের হাত প্রসারিত করার জন্য মৈত্রীময় আহব্বান করছি।আপনাদের অসামান্য দানই বিহারটি সুরম্য বিহারে পরিনত হতে পারে। হতে পারে বেীদ্ধদের একটি দর্শনীয় স্থান।তাই সকল পেইজবুক ব্যবহারকারী বন্ধু সহ সকল দানশীল দাতা গোষ্ঠীর শ্রদ্ধাচিত্তে দানের হাত প্রসারিত করার উদাত্ত্ব আহব্বান করছি।

শ্রদ্ধাদান পাঠানোর ঠিকানা:
সৈয়দবাড়ী ধর্ম প্রর্বতন বিহার
সঞ্চয়ী হিসাব নং-৩৭১৮
সোনালী ব্যাংক,রোয়াজার হাট শাখা, রাঙ্গুনীয়া ,চট্টগ্রাম, বাংলাদেশ।

অথবা যোগাযোগ করতে পারেন
ভদন্ত করুনাশ্রী থের
অধ্যক্ষ/ সভাপতি
সৈয়দবাড়ী ধর্ম প্রর্বতন বিহার
মোবাইল-০১৮১৮ ৫৪০৪৫২
ইমেল করতে পারেন- karunasree37@yahoo.com

দয়াকরে পোষ্টটি লাইক ও শেয়ার করে সকলের কাছে পৌছে দিবেন।
 
এই লাইক পেইজে বিহারের ছবি দেখতে পাবেন
https://www.facebook.com/SayedbariDharmaprabartanMonastery

0 comments: